Uncategorized

পোষা প্রাণী এবং উদ্ভিদের জন্য স্পিরুলিনা

July 26, 2021
Algae for pets পোষা প্রাণী

পোষা প্রাণী এবং উদ্ভিদের জন্য স্পিরুলিনা

স্পিরুলিনা শুধুমাত্র মানুষের জন্যে উপকারি নয়, জীবজন্তু, পোষা প্রাণী এবং উদ্ভিদের জন্যেও এটি বেশ উপকারি

বয়স্ক বিড়াল এবং কুকুর যাদের চামড়া দুর্বল ও পাতলা হয়ে যায় স্পিরুলিনা খাওয়ার পর দেখা গেছে তাদের চামড়া আবার মোটা এবং টানটান হয়। আবার দুর্বল, অলস পোষা প্রানী অনেক সচল আর প্রানবন্ত হয়ে উঠে।

পশু ডাক্তাররা পোষা প্রাণী এর সুস্থতা, শক্তি বৃদ্ধি, অলসতা দুরীকরনে এবং প্রাণীর সৌন্দর্য বৃদ্ধি করতে স্পিরুলিনা খাওয়ানোর পরামর্শ দেন। কই কার্পের সৌন্দর্য বৃদ্ধির জন্য একে স্পিরুলিনা খাওয়ানো হয়। কই  কার্প তার সৌন্দর্যের জন্য একটি পুরস্কার প্রাপ্ত মাছ। 

পাখিদের খাবারে  স্পিরুলিনা মিশিয়ে দেয়া হয় যেন পাখিদের পালকগুলো দেখতে খুব সুন্দর এবং উজ্জল হয়। বিভিন্ন অ্যাকুয়াকালচার কোম্পানিগুলো প্রচুর পরিমাণে  স্পিরুলিনা ব্যবহার করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ এবং শেলফিশের শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আয়ু বৃদ্ধি পায়, ঔষধের প্রয়োজন কমে যায় আর মানে ও রঙে অনেক ভাল হয়। 

উদ্ভিদের জন্য স্পিরুলিনা একটি পরিপূর্ন এবং কার্যকর খাবার। বাগানে লাগানো  উদ্ভিদের গোড়ার মাটিতে অল্প একটু স্পিরুলিনা ছিটিয়ে দিলেই উদ্ভিদ তা শোষন করে নেয়। খুব সহজেই পার্থক্য বুঝা যায়। কারন  স্পিরুলিনা উদ্ভিদকে আরও সতেজ করে তুলে। একটি প্রাকৃতিক জৈবসার হিসেবে স্পিরুলিনা অনেক উপকারি ভুমিকা পালন করতে পারে। 

একটি গবেষনায় দেখা গেছে হাওয়াই এর একজন কৃষক লেটুস চাষ করতে জৈবসার হিসেবে স্পিরুলিনা ব্যবহার করেন৷ এতে তার লেটুসের ফলন অনেক বেশি এবং দ্রুত হয় আর পাতাগুলো বেশ সতেজ এবং সুন্দর হয়। কিন্তু প্রচলিত নিয়মে চাষ করা লেটুসের ফলন অনেক ধীর হয় আর পাতাগুলো তুলনামূলকভাবে মলিন হয়। 

You Might Also Like

No Comments

Leave a Reply